ঝাড়গ্রাম : বৃহস্পতিবার ভোর রাতে একটি দাঁতাল হাতি হামলা চালালো ঝাড়গ্রাম শহর থেকে ৯ কিমি দূরে জারুলিয়া গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হাতিটি স্কুলের প্রাচীরের গ্রিল গেট ভেঙে ঢোকে। তারপর স্কুল বাড়ির বারান্দার গ্রিল ভাঙার চেষ্টা করে। হাতিটির লক্ষ্য ছিল মিড ডে মিলের চাল। গ্রামবাসীরা তাড়া করে খেদিয়ে দেওয়ায় হাতিটি আর চাল খেতে পারেনি। কিছুদিন আগে এই স্কুলের রান্না ঘরের দরজা ভেঙে চাল খেয়েছিল হাতি।
ফের হাতির হানা ঝাড়গ্রাম শহর লাগোয়া স্কুলে
বৃহস্পতিবার,০৫/০৯/২০১৯
494