ঝাড়গ্রাম থেকে চলে যাচ্ছে ফাল্গুনী, তাই বিষাদের সুর ঝাড়গ্রাম মিনি চিড়িয়াখানায়


বৃহস্পতিবার,০৫/০৯/২০১৯
487

ঝাড়গ্রাম :- আজ বিকেলে ঝাড়গ্রাম থেকে চলে যাচ্ছে ফাল্গুনী, তাই মন খারাপ কর্মীদের। গত ২০১৬ সালের ফেব্রুয়ারি মাসে আনা হয় ১ বছরের একটি ছেলে বাচ্চা হাতিকে। ফেব্রুয়ারী মাস অর্থাৎ ফাল্গুন মাস। এই ফাল্গুন মাস ছিল বলে এই বাচ্চা হাতিটির নাম রাখা হয় ফাল্গুনী। এই বাচ্চা হাতিটির শারীরিক সমস্যা থাকার কারনে দলের হাতিগুলি তাকে ছেড়ে চলে যায়। এই অবস্থায় বাঁকুড়া থেকে বন বিভাগের আধিকারিকরা উদ্ধার করে তার চিকিৎসার জন্য ঝাড়গ্রাম জুওলজিক্যাল পার্কে আনা হয়। ধীরে ধীরে হাতিটি সুস্থ হয়ে উঠে। সাড়ে তিন বছর এই চিড়িয়াখানায় থাকার পর আজ তাকে উত্তরবঙ্গে পাঠানো হচ্ছে। তাকে ট্রেনিং দিয়ে কুনকি হাতি তৈরি করবে। এতদিন খুস মেজাজে ছিল আজ চলে যাওয়ায় মন খারাপ বন আধিকারিক থেকে শুরু করে কর্মীদের।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট