ঝাড়গ্রাম রামকৃষ্ণ মিশনের প্রার্থনা গৃহ তৈরির জন্য ৪৩ লক্ষ টাকার চেক দিলেন পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারি


শুক্রবার,০৬/০৯/২০১৯
591

ঝাড়গ্রাম : বৃহস্পতিবার বিকালে ঝাড়গ্রাম রামকৃষ্ণ মিশন পরিচালিত একলব্য আদর্শ বিদ্যামন্দিরে শিক্ষক দিবসের অনুষ্ঠানে যোগ দেন মন্ত্রী শুভেন্দু অধিকারি। সেখানে একটি টবে চারা গাছ লাগমান মন্ত্রী। অনুষ্ঠানে ছিলেন জেলাশাসক আয়েষা রানি এ, পুলিস সুপার অরিজিৎ সিনহা, রামকৃষ্ণ মিশনের ঝাড়গ্রাম শাখার সম্পাদক তথা বিদ্যালয়ের সম্পাদক স্বামী শুভকরানন্দজি মহারাজ। ওই অনুষ্ঠানে মন্ত্রী মহারাজের হাতে ৪৩ লক্ষ টাকার চেক তুলে দেন। জানা গিয়েছে, স্কুলের পাশেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রামকৃষ্ণ মিশনের হাতে পাঁচ একর জায়গা তুলে দিয়েছেন।

ওই জায়গায় এই ৪৩ লক্ষ টাকা ব্যয়ে তৈরি হবে প্রার্থনা গৃহ। স্বামী শুভকরানন্দজি মহারাজ বলেন, মন্ত্রীর দেওয়া টাকায় মানুষের জন্য সেবাযোগ্য কাজকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রার্থনা গৃহ সহ কমিউনিটি হল করা হবে। এটা ঝাড়গ্রামবাসী সহ সকল মানুষের জন্যই তৈরি করা হবে।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট