মেট্রো কর্তৃপক্ষ থেকে পরিষদীয় মন্ত্রী তাপস রায়কে বাড়ি খালি করার নোটিস


শুক্রবার,০৬/০৯/২০১৯
720

কলকাতা : বউবাজারের বিপজ্জনক বলে চিহ্নিত করা হয়েছে আরও বেশ কিছু বাড়ি। আরও ২০টি বাড়ি বিপজ্জনক বলে জানাগিয়েছে। স্থানীয়দেরকে সেখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। সেই সঙ্গে সঙ্গে রাজ্যের পরিষদীয় মন্ত্রী তাপস রায়কে বুধবার রাতেই বাড়ি খালি করার নোটিস দিল মেট্রো রেলের আধিকারিকরা। তাপস বাবু জানান,লিখিত ভাবে কোনও নোটিস তাকে দেয়নি মেট্রো। বিষয়টি তাপস বাবুকে মৌখিক ভাবে জানানো হয়েছে।

ঘর ছেড়ে দেওয়ার কথা জানানো হয়েছে আজ সকাল ৮টা থেকে ১১টার মধ্যে। তাপসবাবু বাড়ি খালি করার জন্য মানসিক ভাবে প্রস্তুতি নেওয়ার কথা জানান। মোট আটটা পরিবারের বসবাস তাপস বাবুকে নিয়ে। তার মধ্যে একটা পরিবার থাকে না। কান্নায় ভেঙে পড়ে বাকি সাতটি পরিবারই। তার কারণ হল আতঙ্কের মধ্যে দিন কাটছে তাঁদের।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট