শিক্ষক দিবস উদযাপন হল রক্তদান শিবিরের মাধ্যমে


শুক্রবার,০৬/০৯/২০১৯
488

হাওড়া,আমতা:৫ ই সেপ্টেম্বর সর্বপল্লী রাধাকৃষ্ণের জন্ম দিন। এই দিন টি সারা দেশে পালিত হয়ে থাকে শিক্ষক দিবস হিসেবে। সেই মতো হাওড়া জেলার আমতা বাগুয়া হাইস্কুলেও শ্রদ্ধার সঙ্গে দিনটি পালন হয়। তবে এই স্কুলের শিক্ষক দিবস পালিত হলো একটু আলাদা ভাবে।জাতীয় শিক্ষক রাধাকৃষ্ণের প্রতিকৃতিতে মাল্যদানের পাশাপাশি বিদ্যালয়ের পক্ষ থেকে আয়োজন করা হয় রক্ত দান শিবিরের। তার সাথে রক্তদাতাদের একটি করে মেহগনি গাছ বিতরণ করা হয়।প্রাথমিক পর্যায়ের অনুষ্ঠানের শুভ সূচনা করেন আমতা-১ নং সমষ্টি উন্নয়ন আধিকারিক লোকনাথ সরকার ও উপস্থিত ছিলেন আমতা-১ নং যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক অভীক বিশ্বাস। এছাড়াও আরও বিশিষ্ট অতিথিবর্গ উপস্থিত ছিলেন।

স্কুলের পক্ষ থেকে এই রক্তদান শিবিরের আয়োজন কে সাধুবাদ জানিয়েছেন সমষ্টি উন্নয়ন আধিকারিক লোকনাথ সরকার।তিনি বলেন বিদ্যালয়ের পক্ষথেকে এই আয়োজন করার জন্য আয়োজকদের ধন্যবাদ জানাই। এই স্কুল কে দেখে আরো বেশি বেশি স্কুল এগিয়ে আসুক রক্তদান শিবিরের আয়োজনে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রবীর কুমার পাত্র বলেন, শিক্ষক শিক্ষিকারা সমাজের মেরুদণ্ড।তাই শিক্ষক দিবসের দিনে সকল ছাত্রছাত্রীদের সমাজের কল্যানে কাজ করার আদর্শ বোধ জাগ্রত করতেই বিদ্যালয় থেকে আয়োজন করা হয় রক্তদান শিবিরের। শিক্ষক শিক্ষিকা প্রাক্তন ছাত্র-ছাত্রীদের পাশাপাশি অভিভাবক অভিভাবকেরা সহ মোট ৩১ জন রক্তদাতা রক্ত দেন। সঙ্গে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠানও।রক্তদান শিবিরের পরেই বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা শিক্ষক দিবসে শিক্ষকের সম্মাননা জানাতে আয়োজন করে এক অনাড়ম্বর অনুষ্ঠানের। প্রথাগত গন্ডি ছাড়িয়ে এদিন ছাত্রছাত্রীরা হয়ে উঠে শিক্ষক শিক্ষিকা আর শিক্ষক শিক্ষিকাদের ভুমিকা ছিল পড়ুয়া।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট