ঝাড়গ্রাম : রবিবার ঝাড়গ্রাম শহরের পাঁচামাথায় সভায় বক্তব্য দিতে গিয়ে সিবিআই প্রসঙ্গ টেনে দিলীপ ঘোষ বলেন, চিদম্বরম থেকে শুরু হয়ে গিয়েছে উপর থেকে। টিএমসি নেতাদের বাড়িতে সবে চিঠি আসা শুরু হয়েছে। যেই সিবিআইয়ের চিঠি আসছে সেই ডাক্তারখানা ছুটছে। কারণ বিপি বেড়ে গিয়েছে। লাভ-লেটার পেতেই ঘুম উঠে গেল। সবে তো শুরু! লিস্ট অনেক লম্বা আছে। অনেকের ডাক পড়বে। কেউ কেউ পুজো দেখতে পারবে, আবার কেউ কেউ জেলে পুজো দেখবে। তাঁরা বাইরের পুজো দেখতে পারবে না। কারণ গরিব মানুষের নারদা-সারদার পয়সা যারা লুঠ করেছে তাদেরকে সুখে শান্তিতে আমরা থাকতে দেব না।
দুর্গাপুজোর আগে অনেকের কাছেই সিবিআইয়ের লাভ-লেটার আসবে, ঝাড়গ্রামে বললেন দিলীপ ঘোষ
রবিবার,০৮/০৯/২০১৯
792