হঠাৎ করেই ব্লাস্ট স্মার্টফোন, অল্পের জন্য রক্ষা পেলেন কলেজ পড়ুয়া দীপা মল্লিক


মঙ্গলবার,১০/০৯/২০১৯
830

ঝাড়গ্রাম: ফোন হাত থেকে পড়ে গিয়ে ফোনের গ্লাস নষ্ট হয়ে যাওয়ায় মোবাইল দোকানে কাঁচটি পরিবর্তন করতে নিয়ে যান এক কলেজ পড়ুয়া। মোবাইল দোকানে রেখে ৫মিনিট পেরোতেই হঠাৎ ব্লাস্ট হয়ে যায় স্মার্টফোনটি। গোপীবল্লভপুর ২নং ব্লকের কলেজ পড়ুয়া দীপা মল্লিক সুবর্নরেখা মহাবিদ্যালয়ের বাংলা বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী। গতকাল সকালে তাঁর হাত থেকে ফোনটি পড়ে ফোনের গ্লাসটি নষ্ট হয়ে যায়।

তাই তিনি গোপীবল্লভপুরের হাতিবাড়ি মোড়ের এক স্থানীয় মোবাইল সারাইয়ের দোকানে নিয়ে যান গ্লাসটি পরিবর্তন করতে। তারপর মোবাইল টেবিলে রেখে দোকানদার একটু দুরে অন্য কাজে ব্যস্ত ছিলেন এবং দীপাও অনেকটাই দূরে ছিলেন। হঠাৎ করেই ব্লাস্ট হয়ে যায় ও ফোনটি। কলেজ পড়ুয়া দীপা মল্লিক জানান, ভাগ্গিস অনেকটা দুরে ছিলাম এবং ফোন টা আমার কাছে ছিল না না হলে যে কি হতো ভগবানই যানেন। কিছুই হয়েছিলনা ফোন সবকিছুই ঠিকঠাক চলছিল কিন্তু কিজে হয়ে গেল কিছুই বুঝতে পারছি না। খুবই ভয় পেয়ে গেছিলাম। দুঃখ করে তিনি আরও বলেন যে ফোনটা ব্লাস্ট হয়ে যাওয়ায় আমার প্রিয় নিজস্বীও আমি আর নিতে পারবো না।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট