প্রসূতি মহিলার সঙ্গে দেখা করে পাশে থাকার আশ্বাস দিলেন রাজ্যের গ্রিভেন্স ও মনিটারিং সেলের উপদেষ্টা কর্ণেল দীপ্তাংশু চৌধুরি


বুধবার,১১/০৯/২০১৯
915

ঝাড়গ্রাম : মুখ্যমন্ত্রীর নির্দেশে দুটি সুপার স্পেশালিটি হাসপাতাল থেকে রেফার হওয়া প্রসূতি মহিলার সঙ্গে দেখা করে পাশে থাকার আশ্বাস দিলেন রাজ্যের গ্রিভেন্স ও মনিটারিং সেলের উপদেষ্টা কর্ণেল দীপ্তাংশু চৌধুরি। গত ৬ তারিখ রাতে ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর ১ ব্লকের ভোলামহলী গ্রামের বাসিন্দা রঞ্জিত দাসের গর্ভবতী স্ত্রী তনিমারানী সাউয়ের (দাস) প্রতি দায়িত্ব পালন না করে চিকিৎসকেরা ‘রেফার’ করেছিলেন গোপীবল্লভপুর ও ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতাল থেকে। ওই রাতেই গর্ভবতী মহিলার শারীরিক অবস্থা অবনতি হওয়ায় ঝাড়গ্রাম নাসিং হোমে ভর্তি করান তাঁর পরিজনেরা। শনিবার ভোরে কন্যা সন্তানের জন্ম দেন মহিলা।

সরকারি হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা নিয়ে ‘চরম গাফিলতির’ অভিযোগ তুলেছিলেন তাঁর স্বামী রঞ্জিত দাস। এদিন নাসিং হোমে গিয়ে সে দিনের ঘটনা শোনেন দীপ্তাংশু চৌধুরি। রাজ্যের গ্রিভেন্স ও মনিটারিং সেলের উপদেষ্টা দীপ্তাংশু চৌধুরি বলেন,‘সিএমওএইচকে বলা হয়েছে ওই ঘটনায় সদুত্তর না পাওয়া গেলে চিকিৎসকদের সাসপেণ্ড করতে হবে। বেশ কিছু চিকিৎসক হাসপাতালের সময়ে চিকিৎসা না করে বাইরে প্রাইভেট চেম্বার করছেন। চিকিৎসকদের এ ধরণের মনোবৃত্তি পরিবর্তন করতে হবে।’

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট