বাংলা-সহ ৮টি ভাষা থাকবে মাইক্রোসফটে !


বৃহস্পতিবার,১২/০৯/২০১৯
1095

এবার মনের কথা বাস্তবে, বাংলা-সহ ৮টি ভাষা থাকবে মাইক্রোসফটে! বিদেশি ভাষা ছাড়াও এবার ৮টি ভারতীয় আঞ্চলিক ভাষায় ব্যবহার করা যাবে Microsoft। এদেশের রাষ্ট্রীয় ভাষা হিন্দি ছাড়াও এই ভাষাগুলির তালিকায় রয়েছে বাংলা, তেলুগু, তামিল, মারাঠি, কন্নড়, গুজরাটি এবং মালয়ালম।

অর্থাৎ, এই সব ভাষায় চ্যাট, মিটিং, কলিং এবং কনটেন্ট ব্যবহার করতে পারবেন গ্রাহকরা। সংস্থার তরফ থেকে জানাগিয়েছে যে গ্রাহকরা ডেস্কটপ ও মোবাইল-দুই প্ল্যাটফর্মেই এই সুবিধা নিতে পারবেন। এছাড়াও সংস্থা আরও জানিয়েছে যেকোনও প্রয়োজনে হিন্দি বা অন্য ভাষায় ‘ট্রান্সলেট’ করাও সম্ভব হবে। আর এই সংস্থা মনে করেন যে এই ব্যবস্থার ফলে মাইক্রোসফটের ব্যবহার ভারতীয়দে কাছে আরও সহজ হয়ে উঠতে পারে।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট