এবার অনেক কমদামে আসছে 64mp Realme XT স্মার্টফোন। ভারতীয় বাজারে এবার Realme লঞ্চ করতে চলেছে Realme XT। অনেকদিন ধরে জল্পনাই ছিলো যে স্মাটফোনের যগৎতে ৪৮ মেগাপিক্সেল ক্যমেরার পর আসছে ৬৪ মেগাপিক্সেল। আর সেই এবার খবর বাস্তবায়িত হতেচলেছে Realme।-এর তরফ থেকে। যা আগামীকাল অর্থাৎ ১৩ সেপ্টেম্বরই ভারতে লঞ্চ করবে Realme। আর এই স্মাটফোনের কিছু স্পেসিফিকেশন জানাগিয়েছে। এই ফোনে থাকছে 6.4 ইঞ্চি ওয়াটার ড্রপ নচ FHD+ AMOLED ডিসপ্লে, Snapdragon 712 চিপসেট প্রসেসর, 64 মেগাপিক্সেল ক্যামেরা, 4,000 mAh ব্যাটারি আর 20W VOOC 3.0 ফাস্ট চার্জিং। আর এই ফোনটি পাওয়া যাবে তিনটি ভেরিয়েন্টে। 4GB RAM + 64GB স্টোরেজ, 6GB RAM + 64GB স্টোরেজ আর 8GB RAM + 128GB স্টোরেজে। আর জানাগিয়েছে Realme XT-এর দাম প্রায় ১৫ হাজার টাকার মধ্যে থাকতে পারে।
অনেক কমদামে আসছে 64mp Realme XT স্মার্টফোন
বৃহস্পতিবার,১২/০৯/২০১৯
913