চিনের কোম্পানি শাওমি কয়েক মাস আগেই ২০ ওয়াট ওয়্যারলেস চার্জার, ১০,০০০ মিলি অ্যাম্প আওয়ার ওয়্যারলেস পাওয়ার ব্যাঙ্ক আর ২০ ওয়াট ওত্তারলেস কার চার্জার লঞ্চ করেছিল। এবার শাওমি লঞ্চ করল ১০,০০০ মিলি অ্যাম্প আওয়ার ইউথ এডিশন পাওয়ার ব্যাঙ্ক। এই পাওয়াত্র ব্যাঙ্কে দুই দিকে তারের মাধ্যমে ফাস্ট চার্জ সাপোর্ট থাকছে এবং অন্যদিকে থাকছে ১০ ওয়াট ওয়্যারলেস চার্জিং এ থাকছে। অ্যালুমিনিয়াম বডি ব্যবহার হয়েছে, এই পাওয়ারব্যাঙ্কের স্ট্যান্ডার্ড এডিশনে। তাছাড়াও পাওয়ার ব্যাঙ্ক ইউথ এডিশনে থাকছে পলিকার্বোনেট বডি। এই কারণে নতুন পাওয়ারব্যাঙ্ক অনেকটা হালকা। এই পাওয়ারব্যাঙ্কের ওজন ৭৫ গ্রাম, এবং এটি চওড়াই মাত্র ১.৮ মিমি। এই পাওয়ারব্যাঙ্কের দাম প্রায় ১,৫০০ টাকা। ভারতে কবে কোম্পানির ওয়্যারলেস পাওয়ারব্যাঙ্ক লঞ্চ হবে জানায়নি বেজিং এর কোম্পানিটি। বেজিং এর কোম্পানি জানায়নি যে, ভারতে কবে কোম্পানির ওয়্যারলেস পাওয়ারব্যাঙ্ক লঞ্চ হবে।
শাওমি নিয়ে এল ওয়্যারলেস চার্জিং সহ নতুন পাওয়ারব্যাঙ্ক
শুক্রবার,১৩/০৯/২০১৯
745