পুজো মানেই বাঙালির জমিয়ে কেনাকাটা শুরু।


শনিবার,১৪/০৯/২০১৯
513

বাংলা এক্সপ্রেস---

নিজস্ব প্রতিবেদনঃ আকাশে বাতাসে আগমনীর সুর, সাথে কাশের বনে লেগেছে দোলা, পুজোর আর মাত্র কয়েকটা দিন এর অপেক্ষা। ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে শপিং। পুজো মানেই বাঙালির জমিয়ে কেনাকাটা শুরু। শহর জুড়ে চলছে দেদার পুজোর শপিং। শপিং মল থেকে বুটিক, ধর্মতলার ফুটপাথ থেকে হাতিবাগান মার্কেট, গড়িয়াহাট মার্কেট৷ সর্বত্রই ভিড়ে ঠাসা৷ স্মার্ট ফোনের জমানায় ঘরে বসে অনলাইনে লোভনীয় হাতছানি। কিন্তু শারদীয়া পুজোর আগে সেসব বড়ই ম্যাড়ম্যড়ে। প্রমাণ দিল নিউমার্কেট চত্বরের বাজার। হাতে আর বেশি সময় নেই, তাই পুজো শপিংয়ে ব্যস্ত হয়ে পড়েছে শহরবাসী৷

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট