ডকুমেন্টস ছাড়াই আধার কার্ডে ছবি বদলালো যাবে! জানালো UIDAI


সোমবার,১৬/০৯/২০১৯
563

ডকুমেন্টস ছাড়াই আধার কার্ডে ছবি বদলালো যাবে! জানালোUIDAI। আধার কার্ডে নিজের ছবি আপডেট করতে গেলে লাগছে না কোনো নথিপত্র। UIDAI বা Unique Identification Authority of India এর তরফ থেকে জানানো হয়েছে যে, এবার থেকে কোনও ডকুমেন্টেস ছাড়াই নিজের বায়োমেট্রিক্স, রেজিস্টার্ড মোবাইল নম্বর, ইমেল অ্যাড্রেস পেতে গেলে নিকটবর্তী আধার কেন্দ্রে গেলেই পাওয়া যাবে। এছাড়া UIDAI এর তরফ থেকে আরও বলা হয়েছে যে এমনকি আধার নম্বর যাচাই করতে হলে কোনও ডকুমেন্টেসের প্রয়োজন নেই। তবে কয়েক দিন আগে UIDAI এর তরফ থেকে বলা হয়েছিল যে আধার কার্ডে নাম ঠিকানা অথবা জন্ম তারিখ ইত্যাদি বিষয় আপডেট করতে গেলে কিছু ডকুমেন্টসের প্রয়োজন। কিন্তু এবার UIDAI জানিয়েছে যে এই সব তথ্য আপডেট করতে গেলে কেবল নিকটবর্তী আধার সেন্টারে গেলেই হবে। তার জন্য আলাদা করে আর কোনও ডকুমেন্টস জমা দেওয়ার দরকার হবেনা।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট