অবশেষে জামিন মঞ্জুর করা হলো নবান্ন অভিযানে গিয়ে গ্রেফতার হওয়া 22 জন এসএফআই ডিওয়াইএফআই সমর্থকের


সোমবার,১৬/০৯/২০১৯
990

অবশেষে জামিন মঞ্জুর করা হলো নবান্ন অভিযানে গিয়ে গ্রেফতার হওয়া 22 জন এসএফআই ডিওয়াইএফআই সমর্থকের। আজ তাদের হাওড়া সিজেএম কোটে পেশ করা হয়। সেখানে বিচারক ধৃতদের পক্ষের আইনজীবী ও সরকার পক্ষের আইনজীবীর বক্তব্য শোনার পর জামিন মঞ্জুর করে দেন। গত শনিবার ধৃতদের আদালতে পেশ করা হলে দুদিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছিলেন বিচারক। আজ অর্থাৎ সোমবার তাদের ফের আদালতে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছিল। এ বিষয়ে ডিওয়াইএফআই এর রাজ্য নেতৃত্ব সায়ন্দীপ মিত্র বলেন, আজ আদালতে এই বিষয়টি প্রমাণিত যে আমাদের কমরেডরা ঠিক এবং পুলিশ ভুল। তাণ্ডবটা পুলিশ করেছিল। আজ আইনের পথে গিয়ে পুলিশ থেকে প্রশাসন পরাস্ত হয়েছে।

আগামীদিনে মুখ্যমন্ত্রী পরাস্ত হবেন। আন্দোলনের প্রশ্নে আমরা সবসময় রাস্তায় থাকব। উল্লেখ্য, গ্রেফতার হওয়া ছাত্রছাত্রীদের ওপর দেওয়া হয়েছে সেগুলি হল 147 148 149 153 186 332 333 353 379 427 সহ আরো কয়েকটি। শুক্রবার একাধিক দাবিতে নবান্ন অভিযানের ডাক দিয়েছিল বাম যুব ও ছাত্র সংগঠন sfi ও dyfi৷ সেই মিছিলকে কেন্দ্র করে কার্যত রণক্ষেত্র হয়ে ওঠে হাওড়ার বঙ্গবাসী মোড়ে ৷ দফায় দফায় পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ বাধে ৷ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ করে ৷ পালটা পুলিশকে লক্ষ্য করে ব্যাপক ইটবৃষ্টি হয় ৷ এদিকে বিক্ষোভকারীদের হঠাতে চালানো হয় জলকামান ও কাঁদানে গ্যাস । জখম হন কয়েকজন বামকর্মী ও পুলিশ ৷ মারধর করা হয় স্থানীয় বাসিন্দা ও সাংবাদিকদেরও ৷ এছাড়াও তিনটে বোমা ও দুটি স্মোক বোমা পড়ে এই ঘটনায়। তাতেই গ্রেফতার হয়েছিলেন এই ২৩ জন।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট