নিজস্ব প্রতিবেদনঃ বাংলা ছায়াছবিতে বর্তমানে গোয়েন্দা গল্প নিয়ে নানান ছবি তৈরি হচ্ছে। এর আগে ওয়েব সিরিজে সায়ন্তনের বানানো ব্যোমকেশ দর্শক মহলে কুড়িয়েছিল এক গুচ্ছ প্রশংসা।পরমব্রত এই প্রথম বার ব্যোমকেশ। সঙ্গী অজিতের ভূমিকায় রুদ্রনীল। চমকের শেষ নয় এখানেই। ছবিতে রয়েছেন অঞ্জন দত্তও। এই ছায়াছবিতে এই প্রথমবার ব্যোমকেশ এর চরিত্রে দেখা যাবে জনপ্রিয় তারকা পরমব্রতকে। সোমবার মুক্তিপেল ‘সত্যান্বেষী ব্যোমকেশ’ ছবির ট্রেলার।
সোমবার মুক্তিপেল ‘সত্যান্বেষী ব্যোমকেশ’ ছবির ট্রেলার।
মঙ্গলবার,১৭/০৯/২০১৯
812
বাংলা এক্সপ্রেস---