নিজস্ব প্রতিবেদনঃ চলতি টেস্ট সিরিজে দুর্দান্ত ছন্দে দেখে গিয়েছে এই অজি তারকা ক্রিকেটারকে। পাশাপাশি অজি দলের ব্যাটিংয়ে অন্যতম সেরা স্তম্ভ স্টিভ স্মিথ। সদ্যসমাপ্ত অ্যাসেজ সিরিজে ব্যাট হাতে স্বপ্নের ফর্ম মেলে ধরেছেন স্টিভ স্মিথ। ৪ টেস্টের সাত ইনিংসে তিনি করেছেন ৭৭৪ রান। সেই সুবাদে একবিংশ শতকে একটি সিরিজে সর্বাধিক রানের নজির গড়েছেন স্মিথ।সোমবার প্রকাশিত আইসিসি’র টেস্ট র্যাঙ্কিং তালিকায় ৯৩৭ পয়েন্ট নিয়ে এক নম্বর আসন ধরে রেখেছেন স্মিথ।