বিশেষ সিবিআই আদালত অর্থ পাচারের মামলায় কংগ্রেস নেতা ডি কে শিবকুমারকে ১৪ দিনের বিচারিক হেফাজতে প্রেরণের সিদ্ধান্ত


বুধবার,১৮/০৯/২০১৯
499

মঙ্গলবার বিশেষ সিবিআই আদালত অর্থ পাচারের মামলায় কংগ্রেস নেতা ডি কে শিবকুমারকে ১৪ দিনের বিচারিক হেফাজতে প্রেরণের সিদ্ধান্ত নিয়েছে। শিবকুমারের স্বাস্থ্যের কারণে বিচারক অজয় ​​কুমার কুহর কংগ্রেস নেতাকে প্রথমে মেডিকেল পরীক্ষার জন্য হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য কর্মকর্তাদের নির্দেশ দিয়েছিলেন যাতে তাকে ভর্তি করা দরকার কি না। শিবকুমারকে জাতীয় রাজধানীর আরএমএল হাসপাতালে নেওয়া হবে, এরপরে তাকে হয় হাসপাতালে ভর্তি করা যেতে পারে বা তিহার জেলে নেওয়া যেতে পারে। এনফোর্সমেন্ট অধিদফতরের পক্ষে উপস্থিত হয়ে অতিরিক্ত সলিসিটার জেনারেল কে এম নটরাজ জানিয়েছেন শিবকুমার, তার পরিবারের সদস্যরা এবং সহযোগীরা অর্থ পাচারের জন্য ৩০০ টিরও বেশি ব্যাংক অ্যাকাউন্ট পরিচালনা করেছেন।

এদিকে, ডি কে শিবকুমারের পক্ষে উপস্থিত ছিলেন সিনিয়র অ্যাডভোকেট অভিষেক মনু সিংভি এবং মুকুল রোহাতগি। বিশেষ সিবিআই আদালত গত সপ্তাহে সিনিয়র কংগ্রেস নেতার ইডি-র হেফাজতকে ১ সেপ্টেম্বর পর্যন্ত বাড়িয়েছিল। এর আগে তাকে অর্থ পাচার প্রতিরোধ আইনে (পিএমএলএ) মামলা দায়েরের অভিযোগে ১৩ ই সেপ্টেম্বর পর্যন্ত ইডি হেফাজতে প্রেরণ করা হয়েছিল। অর্থ পাচারের মামলায় চার দিন জিজ্ঞাসাবাদ চালিয়ে শিবকুমারকে তিন সেপ্টেম্বর ইডি গ্রেপ্তার করেছিল। ইডি জানিয়েছে শিবকুমার জিজ্ঞাসাবাদের সময় অসহযোগিতা ছিল এবং এটিকে গ্রেপ্তারের মূল কারণ হিসাবে উল্লেখ করেছেন।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট