রাজীব কুমার প্রসঙ্গ কে বিচারাধীন বিষয় বলে এড়িয়ে গেলেন তৃণমূল নেতা সুদীপ বন্দোপাধ্যায়। 2007 সালের একটি মামলায় আজ বারাসাতের বিশেষ আদালতে হাজিরা দিতে এসে সুদীপ আরো বলেন,যারা মুখ্যমন্ত্রীর দিল্লি সফর কে নিয়ে বিরোধিতার সুরে প্রশ্ন করছেন তারাই কারণ ব্যাখ্যা করতে পারবেন। সুদীপের যুক্তি অনুযায়ী, শুধুমাত্র দুই তিন জন নেতা মুখ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ নিয়ে কথা বলছেন,যারা ভোটে জিততে পারেন না।তাদের মন্তব্যে দেশের কিছু যায় আসে না।মহম্মদ সেলিমের মন্তব্যে সুদীপ আরো বলেন “উনি বড্ড বেশি হাঁটছেন,ওনাকে কম কথা বলতে বলুন।” রাজীব কুমার এর বিষয় রাজনৈতিক দুরভিসন্ধি কিনা প্রশ্ন করা হলে সযত্নে সে প্রশ্ন এড়িয়ে গেছেন কলকাতা উত্তরের এই বর্ষীয়ান সাংসদ।
রাজীব কুমার প্রসঙ্গ কে বিচারাধীন বিষয় বলে এড়িয়ে গেলেন তৃণমূল নেতা সুদীপ বন্দোপাধ্যায়
বুধবার,১৮/০৯/২০১৯
427

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code: