সার্জিক্যাল স্ট্রাইক মোকাবেলায় তিনটি নতুন এজেন্সি


বুধবার,১৮/০৯/২০১৯
500

সার্জিক্যাল স্ট্রাইক মোকাবেলায় তিনটি নতুন এজেন্সি। দেশের কেন্দ্রিও সরকারের উদ্দগে গতিত হবে এবার সার্জিক্যাল স্ট্রাইক পরিচালনা ও সাইবার ও মহাকাশ আক্রমণ মোকাবেলায় এক নতুন সংস্থা। যা আগামী কয়েক মাসে মধ্যে দেশের তিনটি বাহিনীক একযোগে গঠন করা হবে একটি নতুন এজেন্সি। যার প্রধানরা সরাসরি চিফ অফ ডিফেন্স স্টাফকে (সিডিএস) রিপোর্ট করতে পারবে। আর এই তিনটি নতুন এজেন্সি হল ডিফেন্স সাইবার এজেন্সি (ডিসিএ), ডিফেন্স স্পেস রিসার্চ এজেন্সি (ডিএসআরএ) এবং সশস্ত্র বাহিনী বিশেষ অপারেশন বিভাগ (এএফএসওড)। যা সরকার আগামী ছয় মাসের মধ্যে এই এজেন্সিগুলিকে সক্রিয় করার চেষ্টা করছে। সূত্র খবর এই সংস্থা সরাসরি সিডিএস অধীনে থাকবে। এছারা সরকার জানিয়েছেন যে এই সিডিএস তিনটি বাহিনীর উপর থাকবে।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট