VIVO ভারতীয় বাজারে ডুয়াল পপ-আপ সেলফি ক্যামেরার VIVO V17 Pro স্মাটফোন লঞ্চ করেছে। ভারতীয় বাজারে Vivo স্মাটফোনের যগৎতে যেভাবে চমক দিয়ে আসছেন। তারি একটি প্রতিছবি হল Vivo V17 Pro-এর পৃথিবীর সর্বপ্রথম ডুয়াল পপ-আপ সেলফি ক্যামেরা। যা গ্রাহকদেরকে আরও আকর্ষন করে তোলে। সেই সাথে ডিজাইন, স্পেসিফিকেশন আরও অনেক কিছুই। আর Vivo V17 Pro স্মাটফোনটি 27 সেপ্টেম্বর থেকে ফ্লিপকার্টে পাওয়া যাবে। এই স্মাটফোনটির স্পেসিফিকেশনে থাকছে 2400 x 1080 পিক্সেল, 20: 9 অ্যাসপেক্ট রেশিও এবং 91.65 শতাংশ স্ক্রিন-টু-বডি 6.44-ইঞ্চি ফুল এইচডি + আল্ট্রাভিউ অ্যামোলেড ডিসপ্লে, 32-মেগাপিক্সেল দ্বৈত-সেলফি পপ-আপ ক্যামেরা ও পিছনে 48-মেগাপিক্সেল ক্যামেরা, অক্টা-কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন 675 প্রসেসর, 4,100mAh ব্যাটারি, 18W ফাস্ট চার্জিং, অ্যান্ড্রয়েড 9.0 (পাই) অপারেটিং সিস্টেম। আর থাকছে 8 জিবি র্যাম এবং 128 জিবি ইনবিল্ট স্টোরেজ। Vivo V17 Pro স্মাটফোনটির দাম 29,990 টাকা।
VIVO ভারতীয় বাজারে ডুয়াল পপ-আপ সেলফি ক্যামেরার VIVO V17 Pro স্মাটফোন লঞ্চ
শনিবার,২১/০৯/২০১৯
1201