Lenovo এবার তার নয়া ফোন Lenovo K10 plus 22 সেপ্টেম্বর ভারতে লঞ্চ করবে


শনিবার,২১/০৯/২০১৯
624

Lenovo এবার তার নয়া ফোন Lenovo K10 plus 22 সেপ্টেম্বর ভারতে লঞ্চ করবে। ভারতী বাজারে Lenovo কয়েক মাসের মধ্যে Lenovo Z6 pro, Lenovo K 10 Note এবং Lenovo A 6 Note স্মার্টফোনগুলি চালু করেছে। আর তার বাজার এখনও শেষ হতে না হতেই সংস্থাটি ২২ সেপ্টেম্বর ভারতেও Lenovo K10 plus বাজারে আনছে। আর এই স্মার্টফোনটির লঞ্চের আগে জানাগিয়েছে কিছু স্পেসিফিকেশন। Lenovo K10 plus ফোনটিতে থাকছে 6.22 ইঞ্চি ডাবড্রপ নচ ডিসপ্লে যা প্রয় 87 শতাংশ স্ক্রিন-টু-বডি রেশিওতে আসছে, কোয়ালকম স্ন্যাপড্রাগন 632 প্রসেসর, 16-মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা এবং
পেছনের 13 এমপি + 8 এমপি + 5 এমপি রিয়ার ক্যামেরা, 4050mAh ব্যাটারি, অ্যান্ড্রয়েড 9.0 (পাই) অপারেটিং সিস্টেম। আর থাকছে 4 জিবি র‌্যাম এবং 64 জিবি অভ্যন্তরীণ স্টোরেজ। এছড়া স্মার্টফোনটি নাইট ব্ল্যাক এবং স্টারডাস্ট ব্লু রঙের পাওয়া যাবে।

Loading...

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট