অমিতাভ বচ্চনের মুকুটে নতুন পালক


বুধবার,২৫/০৯/২০১৯
1141

জীবন্ত কিংবদন্তী অমিতাভ বচ্চনের মুকুটে আর একটি নতুন পালক যুক্ত হল ।তিনি ভারতের সিনেমা জগতের শ্রেষ্ঠ পুরষ্কার দাদা সাহেব ফালকে সন্মানে সন্মানিত হলেন।কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী শ্রী প্রকাশ জাভড়েকর টুইটারে এই সংবাদ প্রকাশ করে বলেন যে অমিতাভ বচ্চন ভারতের সিনেমা জগতের শ্রেষ্ঠ সন্তান, তার সন্মানে প্রদত্ত এই পুরস্কারলাভের জন্য তিনি, দেশের মানুষ ও তার সিনেমা প্রেমীরা আনন্দিত ও গর্বিত ।৭৬ বছরের যুবক অমিতাভ বচ্চন দীর্ঘ ৫০ বছরের বেশি সময় ধরে তার অভিনয়ের মাধ্যমে লক্ষ লক্ষ দর্শকদের মন জয় করে এসেছে ।

তার প্রথম ছবি ১৯৬৯ সালে সাত হিন্দুস্থানী ।তারপর ১৯৭১ সালে আনন্দ সিনেমা থেকে তার জয়যাত্রা শুরু ।এরপর শোলে, দিওয়ার, ডন, অগ্নিপথ, পিকু, পিংক সহ অজস্র ছবির মাধ্যমে ভারত ও বিশ্বের সিনেমা প্রেমীরদের মুগ্ধ করেছেন ।অসুস্থতা, বয়স প্রভৃতি উপেক্ষা করে আজও সমান ভাবে দর্শকদের মনোরঞ্জন করে আসছে ।এর আগে তিনি চার বার জাতীয় পুরস্কার, ১৯৮৪ সালে পদ্মশ্রী, ২০০১ সালে পদ্মভূষণ, ২০১৫ সালে পদ্মবিভূষন সন্মানে সন্মানিত হন ।৫ দশক ধরে আপামর সিনেমা প্রেমীরদের মনোরঞ্জন ও উদ্বুদ্ধ করার অবদান হিসাবে এবছরের জন্য তাকে দাদা সাহেব ফালকে সন্মানে সন্মানিত করা হয়েছে ।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট