এবার জলের দামে ভারতে চালু হয়েছে VIVO U10 স্মাটফোন


বৃহস্পতিবার,২৬/০৯/২০১৯
1555

এবার জলের দামে ভারতে চালু হয়েছে vivo U10 স্মাটফোন। vivo যে ভাবে ভারতীয় বাজারে একের পর এক বিভিন্ন সিরিজের স্মাটফোন লঞ্চ করছে তা প্রায়ই বাজার দাপিয়েছে। আর এবার সংস্থা U সিরিজের নয়া ফোন vivo U10 ভারতীয় বাজারে লঞ্চ করছে। আর এই নয়া ফোনে থাকছে 6.35-ইঞ্চি এইচডি + (720×1544 পিক্সেল) আইপিএস হ্যালো ফুলভিউ ডিসপ্লে, কোয়ালকম স্ন্যাপড্রাগন 665 এআইই এসসি প্রসেসর, 13-মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এবং 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, 5,000 এমএএইচ ব্যাটারি সঙ্গে 18 W ফাস্ট চার্জিং।

আর এই ফোনের স্টোরেজে থাকছে দুটি ভেরিয়েন্ট, একটি 3 জিবি র‌্যাম + 32 জিবি স্টোরেজ যার দাম 8,990 টাকা। এছাড়াও 3 জিবি র‌্যাম + 64 জিবি স্টোরেজ অপশনটি রুপিতে রয়েছে। অন্যটি 4 জিবি র‌্যাম + 64 জিবি স্টোরেজ যার দাম 10.990 টাকা। ফোনটি বৈদ্যুতিন নীল এবং থান্ডার ব্ল্যাক রঙের বিকল্পগুলিতে পাওয়া যাবে এবং 29 সেপ্টেম্বর থেকে Amazon.com এবং ভিভো ইন্ডিয়ার ওয়েবসাইটের মাধ্যমে বিক্রি হবে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট