সিবিআই তলব মুকুল রায়কে। নারদ কান্ডে আগামীকাল সকাল ১১ টায় মুকুল রায়কে তলব করল সিবিআইয়ের গোয়েন্দারা। নিজাম প্যালেসে উপস্থিত হওয়ার জন্য বলা হয়েছে সিবিআইয়ের তরফ থেকে। বৃহস্পতিবারই নারদ কাণ্ডে প্রথম গ্রেপ্তার করা হয়েছে আইপিএস সৈয়দ মোহাম্মদ হোসেন মির্জাকে। সিবিআই সূত্রে খবর, মুকুল রায়কে তাঁর সঙ্গে মুখোমুখি বসিয়ে জেরা করা হতে পারে। উল্লেখ্য নারদাকান্ডে ১৩ জনের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। তাদেরকে বেশ কয়েক দফায় ডাকা হয় সিবিআইয়ের তরফ থেকে। ভয়েস রেকর্ডও করা হয়। এদিন মির্জাকে গ্রেফতার করার পরই কাল মুকুল রায়কে তলব করা হয়েছে। ফলে রাজনৈতিক মহলে যথেষ্টই কৌতূহলের সঞ্চার হয়েছে।