ব্যবহারযোগ্য প্লাস্টিক একবারের বেশি ব্যবহার করা বিপদজনক। ব্যবহারযোগ্য প্লাস্টিক একবারের বেশি যেন কেউ ব্যবহার না করেন সেই বার্তা নিয়ে সাইকেল মিছিল অনুষ্ঠিত হলো দক্ষিণ শহরতলির বোড়াল এলাকায়।
“চিলড্রেন ইন্টারন্যাশনাল ও সহায়”-র সহায়তায় দক্ষিণ ২৪ পরগনা জেলার,নরেন্দ্রপুর থানার অন্তর্গত বোড়াল গ্ৰামে ইকনমিক রুরাল ডেভেলপমেন্ট সোসাইটির চাইল্ড স্পনসরশিপ কর্মসূচি
সামাজিক দায়বদ্ধতার কথা মাথায় রেখে সাধারণের মধ্যে প্লাস্টিকের অপব্যবহার এর ওপর গত ২২ জুন থেকে ধারাবাহিক ভাবে কাজ করে চলেছে। মূলত একবার ব্যবহার যোগ্য প্লাস্টিকের ব্যবহার কমান ও বাতিল করাই ছিল কর্মসূচি মূল লক্ষ। এছাড়াও প্লাস্টিক দ্রব্যসামগ্রীকে যেখানে সেখানে ফেলে না দিয়ে, তা পুনরায় ব্যবহার উপযোগী করে গড়ে তোলার কাজে মানুষকে সজাগ করার কাজে মানুষের কাছে সঠিক বার্তা দেওয়া ছিল কর্মসূচির ওপর উদ্দেশ্য।
প্রকল্পের প্রশিক্ষণ প্রাপ্ত যুবদের সংগঠিত করে “বদলাও ও কান্ডারী” নামক দুটি দলে ভাগ করে তারা এলাকার বিদ্যালয়,ক্লাব, বাজার, অঞ্চলের মানুষের মধ্যে ধারাবাহিক সচেতনতা শিবিরের ব্যবস্থা করে চলেছে
সোসাইটির যুব বন্ধুরা।
গত বছর ২৯ সেপ্টেম্বর ২০১৮ এই সকল ছেলে মেয়েদের মাধ্যমে ইকনমিক রুরাল ডেভেলপমেন্ট সোসাইটির বোড়াল প্রকল্প তামাক বিরোধী প্রচারে ঐতিহাসিক একটি র্যালির আয়োজন করে, যেখানে তিন হাজরের বেশি মানুষ পায়ে পা মেলায়। ঐতিহাসিক সেই র্যালির দিনটিকে স্মরণে রেখে গত ২৯ শে সেপ্টেম্বর একবার ব্যবহার যোগ্য প্লাস্টিকের ভয়াবহতা প্রসঙ্গকে সামনে রেখে সম্পূর্ণ নিজেদের উদ্যোগে আবারও তারা পথে নামে।
প্লাস্টিকের বর্জ্য আজ আমাদের পরিবেশকে এক ভয়াবহ জায়গায় এনে দার করিয়েছে,সকলে একজোট হয়ে এর বিরুদ্ধে সচেতনতার মাধ্যমে মানুষকে বোঝাতে হবে।সমাজের প্রতি দায়বদ্ধতার তাগিদে তাই আমারা ধারাবাহিক ভাবে সাধারনের মধ্যে একবার ব্যবহার যোগ্য প্লাস্টিক বিপদ সম্পর্কে প্রচার করে চলেছি। তাদের কথায় আগামী দিন তারা ফেলে দেওয়া প্লাস্টিকের জিনিস কে পুনরায় ব্যবহার যোগ্য দ্রব্যসামগ্রী তৈরী করে একটি প্রদর্শনী আয়োজিত করে তা সাধারণের সামনে তুলে ধরে মানুষকে সজাগ ও সচেতন করার দায়িত্ব গ্রহণ করবে বলে জানায়
আজকের অনুষ্ঠানে বদলাও ও কান্ডারী যুব দলের সদস্যদের ভূমিকা প্রশংসাপূর্ণ। উৎসবের মূহুর্তে যখন আর পাঁচটা মানুষ আনন্দপূর্ণ। ওরা কিন্তু সামাজিক দায়িত্ব পালনে বদ্ধপরিকর। কুর্নিশ জানাতে হয় ওদের এই অতি প্রাসঙ্গিক উদ্যোগকে।
Best Deals starting from 149
Best Deals on BISS products
Best Deals starting from 129
Cases and Cover starting from 119
Offers on Pet Food
Backpacks and Travel Accessories from Fur Jaden starting Rs. 299
High On Features Low on Price: Smart Watches from Gionee & More