ব্যবহারযোগ্য প্লাস্টিক দু’বার নয়, সচেতনতায় সাইকেল র‍্যালি

ব্যবহারযোগ্য প্লাস্টিক একবারের বেশি ব্যবহার করা বিপদজনক। ব্যবহারযোগ্য প্লাস্টিক একবারের বেশি যেন কেউ ব্যবহার না করেন সেই বার্তা নিয়ে সাইকেল মিছিল অনুষ্ঠিত হলো দক্ষিণ শহরতলির বোড়াল এলাকায়।

“চিলড্রেন ইন্টারন‍্যাশনাল ও সহায়”-র সহায়তায় দক্ষিণ ২৪ পরগনা জেলার,নরেন্দ্রপুর থানার অন্তর্গত বোড়াল গ্ৰামে ইকনমিক রুরাল ডেভেলপমেন্ট সোসাইটির চাইল্ড স্পনসরশিপ কর্মসূচি

সামাজিক দায়বদ্ধতার কথা মাথায় রেখে সাধারণের মধ্যে প্লাস্টিকের অপব্যবহার এর ওপর গত ২২ জুন থেকে ধারাবাহিক ভাবে কাজ করে চলেছে। মূলত একবার ব্যবহার যোগ্য প্লাস্টিকের ব্যবহার কমান ও বাতিল করাই ছিল কর্মসূচি মূল লক্ষ। এছাড়াও প্লাস্টিক দ্রব্যসামগ্রীকে যেখানে সেখানে ফেলে না দিয়ে, তা পুনরায় ব্যবহার উপযোগী করে গড়ে তোলার কাজে মানুষকে সজাগ করার কাজে মানুষের কাছে সঠিক বার্তা দেওয়া ছিল কর্মসূচির ওপর উদ্দেশ্য।

প্রকল্পের প্রশিক্ষণ প্রাপ্ত যুবদের সংগঠিত করে “বদলাও ও কান্ডারী” নামক দুটি দলে ভাগ করে তারা এলাকার বিদ্যালয়,ক্লাব, বাজার, অঞ্চলের মানুষের মধ্যে ধারাবাহিক সচেতনতা শিবিরের ব্যবস্থা করে চলেছে
সোসাইটির যুব বন্ধুরা।

গত বছর ২৯ সেপ্টেম্বর ২০১৮ এই সকল ছেলে মেয়েদের মাধ্যমে ইকনমিক রুরাল ডেভেলপমেন্ট সোসাইটির বোড়াল প্রকল্প তামাক বিরোধী প্রচারে ঐতিহাসিক একটি র‍্যালির আয়োজন করে, যেখানে তিন হাজরের বেশি মানুষ পায়ে পা মেলায়। ঐতিহাসিক সেই র‍্যালির দিনটিকে স্মরণে রেখে গত ২৯ শে সেপ্টেম্বর একবার ব্যবহার যোগ্য প্লাস্টিকের ভয়াবহতা প্রসঙ্গকে সামনে রেখে সম্পূর্ণ নিজেদের উদ্যোগে আবারও তারা পথে নামে।
প্লাস্টিকের বর্জ্য আজ আমাদের পরিবেশকে এক ভয়াবহ জায়গায় এনে দার করিয়েছে,সকলে একজোট হয়ে এর বিরুদ্ধে সচেতনতার মাধ্যমে মানুষকে বোঝাতে হবে।সমাজের প্রতি দায়বদ্ধতার তাগিদে তাই আমারা ধারাবাহিক ভাবে সাধারনের মধ্যে একবার ব্যবহার যোগ্য প্লাস্টিক বিপদ সম্পর্কে প্রচার করে চলেছি। তাদের কথায় আগামী দিন তারা ফেলে দেওয়া প্লাস্টিকের জিনিস কে পুনরায় ব্যবহার যোগ্য দ্রব্যসামগ্রী তৈরী করে একটি প্রদর্শনী আয়োজিত করে তা সাধারণের সামনে তুলে ধরে মানুষকে সজাগ ও সচেতন করার দায়িত্ব গ্রহণ করবে বলে জানায়

আজকের অনুষ্ঠানে বদলাও ও কান্ডারী যুব দলের সদস্যদের ভূমিকা প্রশংসাপূর্ণ। উৎসবের মূহুর্তে যখন আর পাঁচটা মানুষ আনন্দপূর্ণ। ওরা কিন্তু সামাজিক দায়িত্ব পালনে বদ্ধপরিকর। কুর্নিশ জানাতে হয় ওদের এই অতি প্রাসঙ্গিক উদ্যোগকে।

admin

Share
Published by
admin

Recent Posts

সিএএ নিয়ে প্রচারে মনোরঞ্জন, সাবধান করছেন এলাকার

২৪ এর লোকসভা ভোটে রাজ্যে অন্যতম ইস্যু হয়ে উঠেছে সিএএ। বিজেপির পক্ষ থেকে এই নিয়ে…

19 hours ago

সন্দেশখালির ঘটনা সাজানো, বিজেপির পরিকল্পিত চিত্রনাট্য, ভাইরাল ভিডিয়োই দাবি বিজেপি নেতার

সন্দেশখালির ঘটনা নিয়ে এবার নয়া মোড়। সন্দেশখালি আন্দোলন থেকে শুরু করে যা যা ঘটেছে সম্পূর্ণটাই…

19 hours ago

“আহা কী আনন্দ আকাশে বাতাসে”- কুনাল ঘোষের গলায় কেন এই গান?

বিদ্রোহী হয়ে উঠেছিলেন। বেশ কিছুদিন ধরে বেশ কিছু বিষয় নিয়ে দলবিরোধী কথা বলছিলেন। বিশেষ করে…

19 hours ago

“সনাতন বিরোধী তৃণমূল”- দৈনিক সংবাদপত্রে বিজেপির বিজ্ঞাপন , প্রচারে ‘ধর্ম’ ব্যবহার করায় কমিশনে তৃণমূল

বিজেপির বিজ্ঞাপনে 'ধর্ম' হাতিয়ার, নির্বাচন কমিশনের নজরে আনল তৃণমূল কংগ্রেস। যেখানে নির্বাচন কমিশনের নির্দেশিকায় স্পষ্ট…

19 hours ago

বিগত বছরে বিদ্যুতের মাশুল বৃদ্ধি হয় নি, দাবি WBSEDCL এর

বিদ্যুতের মাশুল বৃদ্ধি হয়েছে বলে মিথ্যে রটনা শুরু হয়েছে। বিগত বছরে এমন কোন মাশুল বৃদ্ধি…

19 hours ago

হেলিকপ্টারে আগুনের ঘটনায় থমকে নেই দেব, শনিবার দলীয় প্রার্থীদের সমর্থনে চুটিয়ে প্রচার

হেলিকপ্টারে হঠাৎ আগুন। বড় বিপদের হাত থেকে রক্ষা পান অভিনেতা তথা তৃণমূল প্রার্থী দেব। তবে…

19 hours ago
https://www.banglaexpress.in/ Ocean code: