প্রয়াত হলেন শোলের ‘কালিয়া’, বিজু খোটে


মঙ্গলবার,০১/১০/২০১৯
512

প্রয়াত হলেন শোলের ‘কালিয়া’, বিজু খোটে। চিরঘুমে গব্বরের ঘুমিয়ে ঘেলেন প্রখ্যাত বলিউডের ফিল্ম ও মঞ্চাভিনেতা বিজু খোটে। ৭৭ বছর বয়স হয়েছিল তাঁর।
সোমবার মুম্বইয়ে মাল্টি অর্গান ফেইলিওরের কারণে মৃত্যু হয় বিজু খোটের। ১৯৬৪ সালে ‘ইয়া মালিক’ সিনেমাদিয়ে বিজু খোটে বলিউডে পা রাখেন। আর এই প্রবীণ অভিনেতাকে মানুষ সব থেকে বেশি চিনতেন শোলের ‘কালিয়া’ চরিত্রের জন্য। বলিউটে বিজু খোটে নামেই তাঁকে বেশি চিনতেন মানুষ। এছাড়া আন্দাজ আপনা আপনা’ সিনেমায় তে তাঁর রবার্ট চরিত্রের মুখে,‘গলতি সে মিস্টেক হোগয়া’, সংলাপও খুব জনপ্রিয় এনেছিল। শুধু তাই নয়, ‘কয়ামত সে কয়ামত তক’, ‘ভেন্টিলেটর’, টিভি শো ‘জবান সামভালকে’-তে নজর কেড়েছেন বিজু খোটে। বহু হিন্দি ও মারাঠি ছবিতে অভিনয় করেছেন বিজু খোটে। তাঁর অভিনেত্রী ভাইঝি ভাবনা বালসাভার জানিয়েছেন, আজ ভোর ৬.৫৫-তে নিজের বাড়িতেই শেষ নিশ্বাস ত্যাগ করেন ৭৭ বছর এই অভিনেতা। কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন বিজু খোটে। বাড়িতে রেখেই চিকিত্সা চলছি তাঁর।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট