বাজার কাঁপাতে আসছে Realme X2Pro


মঙ্গলবার,০১/১০/২০১৯
866

Realme গত সপ্তাহে চীনে স্ন্যাপড্রাগন 730 জি দিয়ে Realme X2Pro আনার ঘোষণা করেছিল। এখন জানাগিয়েছে খুব শীঘ্রই তা লঞ্চ করা হবে।চিফ মার্কেটিং অফিসার, জু কিউ চেইস ওয়েইবো পোস্টের মাধ্যমে প্রকাশ করেছেন যে স্ন্যাপড্রাগন 855 প্লাসের সাথে প্রথম রিয়েলমি ফ্ল্যাগশিপটি শীঘ্রই আসছে এবং এর কোডের নাম সুপার ওয়ারিয়র / সামুরাই। সে সাথে সাথে জানাগিয়েছে Realme X2Pro স্মাটফোনটির কিছু স্পেসিফিকেশন। এই ফোনটিতে থাকতে পারে স্ন্যাপড্রাগন 730 জি এসসি, 64-মেগাপিক্সেল কোয়াড-ক্যামেরা। তবে জল্পনা হলেও Realme X2Pro স্ন্যাপড্রাগন 855 চালিত ফ্ল্যাগশিপ ফোন হতে পারে।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট