নিজস্ব প্রতিবেদনঃ উৎসবমুখর কলকাতা। চতুর্থীতেই মন্ডপে মন্ডপে দর্শনার্থিদের ভিড় ছিল এদিন চোখে পড়ার মত। এই বছরও বোধনের দু’দিন আগে চতুর্থীতেই রাজপথে নামল মানুষের ঢল। তবে এই ভিড় যে পুজোর সন্ধ্যার ভিড়কে মনে করিয়ে দিয়েছে। এদিন সন্ধ্যার দিকে জমাট ভিড় প্রত্যক্ষ করা গেলেও সকাল থেকেই ঠাকুর দেখতে বেরিয়ে পড়েন বহু মানুষ। রাত বাড়তে চলার সাথে সাথে বাড়তে থাকে সাধারন মানুষের ভিড়। সবমিলিয়ে বলা যায় উৎসবমুখর কলকাতা।
উৎসবের মেজাজে শহরবাসী
বৃহস্পতিবার,০৩/১০/২০১৯
532