উৎসবমুখর কলকাতা।


বৃহস্পতিবার,০৩/১০/২০১৯
539

বাংলা এক্সপ্রেস---

নিজস্ব প্রতিবেদনঃ বাঙালির প্রানের উৎসব শারদোৎসব । উৎসবের মেজাজ আকাশ বাতাস জুড়ে। বাঙালি সারা বছর শারদোৎসবের এই ক’টা দিনের অপেক্ষায় থাকে। চতুর্থীতেই মন্ডপে মন্ডপে দর্শনার্থিদের ভিড় ছিল এদিন চোখে পড়ার মত।  এদিন সন্ধ্যার দিকে জমাট ভিড় প্রত্যক্ষ করা গেলেও সকাল থেকেই ঠাকুর দেখতে বেরিয়ে পড়েন বহু মানুষ। কলেজ স্কোয়্যার থেকে মুদিয়ালি, আবার চেতলা অগ্রণী থেকে নাকতলা উদয়ন সঙ্ঘ এবং সুরুচি সঙ্ঘ–সহ অন্যান্য নামকরা পুজো, সর্বত্রই ছিল উৎসাহীদের সমাগম।এদিন সন্ধে থেকেই ভিড় বাড়তে থাকে দর্শনার্থীদের।প্রতিমা, আলোকসজ্জা দেখতে হাজার হাজার মানুষ ভিড় করে পুজো প্যান্ডেলে।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট