নিজস্ব প্রতিবেদনঃ শুরু হয়ে গিয়েছে বাঙালির প্রানের পুজো। আজ পঞ্চমী। উৎসবের মেজাজে রাজ্যবাসী। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে, ষষ্ঠী থেকে বিক্ষিপ্তভাবে হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশে।ষষ্ঠী এবং সপ্তমীতে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাঙালি সারা বছর শারদোৎসবের এই ক’টা দিনের অপেক্ষায় থাকে। তারই মধ্যে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস,।তবে যাই হোক এই ক’টা দিন উৎসবে মেতে উঠতে চায় আপামর বাঙালি।
পুজোয় বিক্ষিপ্ত বৃষ্টির আশঙ্কা
বৃহস্পতিবার,০৩/১০/২০১৯
505
বাংলা এক্সপ্রেস---