নিজস্ব প্রতিবেদন; উৎসবের জোয়ারে ভাসছে শহর কলকাতা। শারদ উৎসবের এই কয়েকটা দিনের অপেক্ষায় থাকে আপামর বাঙালী। পঞ্চমীর সন্ধ্যাতেই প্রতিমা দর্শনে বেড়িয়ে পরলেন হাজার হাজার সাধারন মানুষ। শহর কলকাতার নানান পুজো প্যান্ডেলে এদিন ভিড় ছিল চোখে পড়ার মত। আট থেকে আশি সকলেই ভিড় জমিয়েছে বিভিন্ন প্যান্ডেলে। পঞ্চমীর রাতে মণ্ডপে মণ্ডপে মানুষের যে ঢল নেমেছিল, ষষ্ঠীতে তা ছাপিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে অনেকখানি। উৎসবমুখর গোটা বাংলা। পঞ্চমীর রাতেই কলকাতার নামী পুজোর মণ্ডপগুলিতে দর্শনার্থীদের ঢল।সবমিলিয়ে উৎসবের মেজাজে শহরবাসী।
হাজারো মানুষের সমাগমে জমজমাট শহর কলকাতা
শুক্রবার,০৪/১০/২০১৯
508
বাংলা এক্সপ্রেস---