ঢাকের তালে আগমনীর সুর, আকাশে বাতাসে পুজোর গন্ধ


শুক্রবার,০৪/১০/২০১৯
949

বাংলা এক্সপ্রেস---

নিজস্ব প্রতিবেদনঃ পঞ্চমীর সন্ধ্যাতেই জনজোয়ার শহর কলকাতা জুড়ে। এই বছর চতুর্থী থেকেই প্রতিমা দর্শনে বেড়িয়ে পড়েছেন হাজার হাজার মানুষ। কলকাতা সেজে উঠেছে রঙিন সাজে। উত্তর কলকাতা থেকে দক্ষিন কলকাতা সর্বত্র ভিড় ছিল চোখে পড়ার মত। উত্তর, দক্ষিণ এবং মধ্য কলকাতার প্রায় প্রতিটি মণ্ডপেই উদ্বোধন আগেই হয়ে গিয়েছে।উত্তর কলকাতার সবচেয়ে বড় আকর্ষণ এবার সন্তোষ মিত্র স্কোয়ারের সোনার দুর্গা। বাগবাজার সার্বজনীন, হাতিবাগান, নলিন সরকার স্ট্রিটে এদিন সন্ধ্যে থেকেই ছিল অসংখ্য মানু্ষের ভিড়। কোথাও সাবেকিয়ানা কোথাও আবার থিমে একেবারে আধুনিকতার ছোঁয়া, .

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট