দূর্গোৎসবের আনন্দে গা ভাসিয়েছে বাংলা,গঙ্গার ঘাটগুলি পরিদর্শন করলেন কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম


শুক্রবার,০৪/১০/২০১৯
756

দূর্গোৎসবের আনন্দে গা ভাসিয়েছে বাংলা। মণ্ডপে মণ্ডপে ভিড় জমেছে দর্শনার্থীদের। উৎসব শেষে আসবে বিসর্জনের পালা। শহরের যেসব গঙ্গার ঘাটে ঠাকুর বিসর্জন হয় সেখানেও প্রস্তুতি সেরে রাখা হচ্ছে আগে থেকেই। বিসর্জন ঘাটের প্রস্তুতি দেখতে বৃহস্পতিবার পরিদর্শনে যান কলকাতার মহানাগরিক ফিরহাদ হাকিম এবং ডেপুটি মেয়র অতীন ঘোষ।

পুজোর অগে গঙ্গার ঘাটগুলি পরিদর্শন করলেন কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম।বাঁজা কদমতলা ঘাট,বাগবাজার ঘাট সহ মোট ১৫টি ঘাট পরিদর্শন করেন মেয়র।তাঁর সঙ্গে ছিলেন ডেপুটি মেয়র অতিন ঘোষ।রাত পোহালেই ষষ্ঠী।সারা কলকাতা ডুবে যাবে অনাবিল অনন্দে।কিন্তু দশমী থেকেই বিসর্জনের বাজনা বেজে গেলেই গঙ্গার ঘাটগুলির ওপর চাপ বাড়তে শুরু হবে।বিসর্জনের জন্য কতটা প্রস্তুত ঘাট গুলি তার পরিদর্শন করতেই এদিন গঙ্গার ধারের প্রায় সব ঘাটগুলি পরিদর্শন করেন মেয়র এবং ডেপুটি মেয়র ।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট