বাঙালির কাছে বেনারস খুবই পরিচিত জায়গা। সময় সুযোগ হলেই বেনারসে ছুটে যান বাঙালি। কিন্তু যারা এখনও বেনারস যাননি তারা চলে আসুন জগৎ মুখার্জি পার্ক। এবারের দুর্গা পুজোয় বেনারস কে তুলে ধরেছে এখানকার পূজোর কর্মকর্তারা। উত্তর কলকাতার জগৎ মুখার্জি পার্ক এর দুর্গাপুজো এবার বড় আকর্ষণ হয়ে উঠেছে বেনারসের মন্দির। সেই গঙ্গা, গঙ্গার দুধারের ঘাট এবং মন্দির- শিল্পীর মুন্সিয়ানায় বোঝা দুষ্কর আদতে বেনারস না কলকাতার জগৎ মুখার্জি পার্ক। শুধু সন্ধ্যেতে নয়, দিনভর লাখো লাখো দর্শনার্থীদের ভিড় জমছে এখানকার পূজামণ্ডপে।
যারা এখনও বেনারস যাননি তারা চলে আসুন জগৎ মুখার্জি পার্ক
শুক্রবার,০৪/১০/২০১৯
738

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code: