ফিল্ম “ওয়ার” বলিউড সহ অস্ট্রেলিয়াতেও বাম্পার ওপেনিং করেছে। হৃতিক রোশন এবং টাইগার শ্রফের ছবি ওয়ার হয়ে উঠেছে বলিউডের বৃহত্তম ওপেনার ফিল্ম। ছবিটি থাগস অফ হিন্দোস্তান-সহ আরও আনেক মুভির রেকর্ড ভেঙেছে। এখনও পর্যন্ত কোনও ছবিতে এ জাতীয় দর্শনীয় উদ্বোধন হয়নি। প্রথম দিন ভারতীয় বক্স অফিসে ছবিটি আয় করেছে 53.35 কোটি টাকা। মুভিটি ভারতে 4000 স্ক্রিনে প্রকাশিত হয়েছিল। প্রথম দিনের উপার্জনের ক্ষেত্রে এই ফিল্মটি বিদেশের অনেক রেকর্ডও ভেঙেছে। অস্ট্রেলিয়ায় ছবির উদ্বোধন খুব ভাল ছিল। সেখানে ছবিটি আয় করেছে ১৩০,৬৮২ অস্ট্রেলিয়ান ডলার। ভারত, কালাঙ্ক, গালি বয় সহ এই বছর মুক্তিপ্রাপ্ত সমস্ত ছবি পিছনে ফেলেছে মুভি “ওয়ার”। ছবিটির প্রথম দিনের উপার্জনে আমির খানের ছবি ‘থাগস অফ হিন্দোস্তান’ (৫০.৭৫ কোটি) কেবল নয়, হলিউডের চলচ্চিত্র অ্যাভেঞ্জার্সও পিছিয়ে ছিল। একই বছর মুক্তিপ্রাপ্ত অ্যাভেঞ্জারস এন্ডগেমটি ৫৩.১০ কোটি এবং ওয়ার মুভিটি আয় করেছে ৫৩.৩৫ কোটি টাকা।
ফিল্ম “ওয়ার” বলিউড সহ অস্ট্রেলিয়াতেও বাম্পার ওপেনিং
শনিবার,০৫/১০/২০১৯
1327