11 ই অক্টোবর লঞ্চ করবে Tecno-Camon-12-এয়ার স্মাটফোন


রবিবার,০৬/১০/২০১৯
1730

Tecno এবার ভারতে Tecno-Camon-12-এয়ার স্মাটফোন 11 ই অক্টোবর লঞ্চ করবে। Tecno মোবাইল আগামী সপ্তাহে ভারতে নতুন ফোনটি চালু করতে চলেছে। তার জন্য সংস্থাটি এখন 11 ই অক্টোবর দিল্লিতে অনুষ্ঠিত একটি অনুষ্ঠানের জন্য মিডিয়া আমন্ত্রণ শুরু করেছে। তবে এখনও সব কিছু পরিষ্কার না হলেও জনাগিয়েছে Tecno-Camon-12-এয়ার স্মার্টফোনটি ডট-ইন ডিসপ্লে (পাঞ্চ-হোল ডিসপ্লে) নিয়ে ভারতে আসছে ।

সেই সাথে সাথে জানাগিয়েছে Tecno-Camon-12-এয়ার স্মাটফোনের কিছু সম্ভাব্য স্পেসিফিকেশন। থাকতে পারে 720×1600 পিক্সেল রেজোলিউশন সহ 6.55-ইঞ্চি এইচডি + ডট-ইন (পাঞ্চ হোল) ডিসপ্লে, অক্টা-কোর মিডিয়াটেকের হেলিও পি 22 চিপসেট প্রসেসর, ফ্রন্ট ক্যামেরা ৮ এমপি এবং পেছনের ক্যামেরা 16 এমপি + 2 এমপি + 5 এমপি, 4000 এমএএইচ ব্যাটারি, অ্যান্ড্রয়েড 9 পাই অপারেটিং সিস্টেম। আর থাকতে পারে 3 জিবি র‌্যাম এবং 32 জিবি অভ্যন্তরীণ স্টোরেজ।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট