বিজয়দশমিতে ভারতে রাফাল আগমন, প্রথম প্রতিরক্ষামন্ত্রী হিসেবে উড়লেন রাজনাথও


বুধবার,০৯/১০/২০১৯
400

বিজয়দশমিতে ভারতে রাফাল আগমন, প্রথম প্রতিরক্ষামন্ত্রী হিসেবে উড়লেন রাজনাথও। ভারত এবার আনুষ্ঠানিকভাবে গ্রহণ করলেন রাফাল যুদ্ধবিমান। ফ্রান্স এদিন ভারতীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের উপস্থিতিতেই ভারতীয় বায়ুসেনার হাতে তুলে দিল রাফাল যুদ্ধবিমান।
যুদ্ধবিমানটি প্রস্তুত করে ফ্রান্সের দাঁসো এভিয়েশন সংস্থা। আর রাজনাথ সিং দেশের প্রথম প্রতিরক্ষামন্ত্রী যিনি রাফাল চেপে কিছুক্ষণের জন্য আকাশে ওড়েলেন।

জানাগিয়েছে রাজনাথ সিং ৩ দিনের জন্য ফ্রান্স সফরে গিয়েছিলেন। সেখানে সোমবার ফ্রান্স প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোঁর সঙ্গে বৈঠক করেন তিনি। আর আজ বায়ুসেনাদের বিমানে চেপে মেরিগনক বরডুয়ক্সে যান রাজনাথ সিং। সেখানেই রাফাল চুক্তির হস্তান্তর হয়।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট