দশমীতে দেবী দর্শনে রণবীর-আলিয়া


বুধবার,০৯/১০/২০১৯
881

দশমীতে দেবী দর্শনে রণবীর-আলিয়া। পুজো মানেই মুম্বইয়ের পুজো, কারণ মুম্বইয়ের পুজোয় রয়েছে তারকার মেলা, রয়েছে আত্মীয়তার বন্ধন এবং অফুরন্ত হুল্লোড়। আর এই পুজো মুম্বইয়ের মুখার্জী বাড়ির পুজো নামে খ্যাত। আর এবারেও সেখানে যেন বসেছে চাঁদের হাট, নিজের বাড়ির পুজোয় রয়েছে পরিচালক অয়ন মুখোপাধ্যায়, রয়েছে অভিনেত্রী কাজল, রানি মুখোপাধ্যায়, আর সেই হাটে নবমীর নক্ষত্র ছিলেন অয়নের প্রিয় বন্ধু এবং মুখোপাধ্যায় পরিবারের ঘনিষ্ঠ রণবীর কাপুর। এবার তিনি একা নন। এসেছিলেন আলিয়া ভাটও।

তবে এবার একসঙ্গে আসা হয়নি রণবীর আলিয়ার। সকালের দিকে পুজোয় এসেছিলেন আলিয়া। এদিন তাঁর সঙ্গে দেখা গেল হৃত্বিক রোশনকেও। বেলা বাড়তে এলেন রণবীর।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট