আজ ভারতে আত্মপ্রকাশ করল Redmi 8


বুধবার,০৯/১০/২০১৯
1178

আজ ভারতে আত্মপ্রকাশ করল Redmi 8 । Xiaomi কয়েমাস আগে ভারতের বাজারে নিয়ে এসেছিল Redmi 7আর এবার সংস্থা লঞ্চ করছে Redmi 8। তাউ আবার স্ন্যাপড্রাগন 439 প্রসেসর দিয়ে। কিন্তু আগের স্মাটফোন Redmi 7-এ ছিল স্ন্যাপড্রাগন 6XX সিরিজ প্রসেসর। তাই Xiaomi-র উত্তরসূরি স্মাটফোন কম শক্তিশালী স্ন্যাপড্রাগন 4xx সিরিজ প্রসেসরের সাথে নিয়ে আসা বিষয়টি বোধগম্যে আসছেনা অনেক মহলের। যাইহোক এত কম দামে এরকম হাই ফিচার্স স্মাটফোন খুব কম দেখা যায়। আর Redmi 8 স্মাটফোনটির স্পেসিফিকেশনে রয়েছে রেজলিউশন 720×1520 পিক্সেল সহ 6.21-ইঞ্চি ওয়াটারড্রপ নচ এইচডি + টিএফটি ডিসপ্লে, কোয়ালকম স্ন্যাপড্রাগন 439 প্রসেসর, 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা এবং রিয়ার ক্যামেরা 12 মেগাপিক্সেল, 5,000 এমএএইচ ব্যাটারি, অ্যান্ড্রয়েড 9 পাই অপারেটিং সিস্টেম। আর এই ফোনটিতে তিনটি ভেরিয়েন্ট স্টোরেজ। যথা 2 জিবি র‍্যাম + 16 জিবি স্টোরেজ, 3 জিবি র‍্যাম + 32 জিবি স্টোরেজ , এবং 4 জিবি র‍্যাম + 64 জিবি স্টোরেজ। এছাড়া ফোনের অভ্যান্তরীন স্টোরেজটি মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে 512 গিগাবাইট পর্যন্ত বাড়ানো যাবে। আর Redmi 8 স্মাটফোনটির দাম 7,999, টাকা থেকে শুরু হয়েছে।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট