কোজাগরী লক্ষ্মী পুজো উপলক্ষে শেষ তুলির টান রান্টুয়ার ‘কুমারটুলিতে’


শনিবার,১২/১০/২০১৯
1031

ঝাড়গ্রাম : লক্ষ্মী পুজো উপলক্ষে কার্যত ভক্তি স্বরূপ প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন ঝাড়গ্রাম জেলার মৃৎশিল্পীরা। আগামী কাল আসছেন মা লক্ষ্মী। তাই মৃৎশিল্পীদেরও বিশ্রামের সময় নেই। দিনরাত প্রতিমা তৈরিতে ব্যস্ত তাঁরা। খড় ও মাটি দিয়ে তৈরি প্রতিমার গায়ে দেওয়া হয়েছে মাটির প্রলেপ। চলছে রোদে শুকিয়ে রঙ ও অলঙ্কার পরানোর কাজ। ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর ২নং ব্লকের রান্টুয়ার ‘কুমারটুলির’ মৃৎশিল্পি তপন দাস বলেন, ‘বাইরে ও আমার কুমারটুলি মিলিয়ে মোট ১৬টি ঠাকুর করেছি। বাজার খুব একটা ভালো না। জিনিসপত্রের যা দাম তাই লোক বেশি বাজেটের প্রতিমাও অর্ডার করছেন না। এক একটি প্রতিমা ৯০০ টাকা থেকে ৮ হাজার টাকায় বিক্রি করা হবে। অনেকেই তাদের পছন্দ মতো প্রতিমার অর্ডারও দিয়েছেন।’

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট