নিজস্ব প্রতিবেদনঃ দক্ষিন আফ্রিকার বিরুদ্ধে দুর্দান্ত জয় পেল ভারতীয় দল। দ্বিতীয় টেস্টের শুরু থেকেই দুর্দান্ত ছন্দে দেখা যায় গোটা ভারতীয় দলকে। আজ বিরতির সময় দক্ষিন আফ্রিকার স্কোর ছিল ৭উইকেটে ১৭২ রান। তবে ভারতীয় বোলারদের দাপটে প্রোটিয়াদের ইনিংস তাসের ঘরের মত ভেঙ্গে পরে। শেষ পর্যন্ত ১৮৯ রানেই থেমে যায় দক্ষিন আফ্রিকার ইনিংস।১৩৭ রানের বড় ব্যবধানে জিতল ভারত।৩ ম্যাচের সিরিজে ২-০-র অপরাজেয় ব্যবধানে এগিয়ে গেল ভারতীয় দল।।
অনবদ্য জয় ভারতের
রবিবার,১৩/১০/২০১৯
645

বাংলা এক্সপ্রেস---
Loading...
https://www.banglaexpress.in/ Ocean code: