নিজস্ব প্রতিবেদনঃ এই মুহুর্তে সিনে জগতে জনপ্রিয় অভিনেতাদের মধ্যে অন্যতম আয়ুষ্মান খুরানা। আসতে চলেছে আয়ুষ্মান খুরানা অভিনীত নতুন ছবি। এই ছবিতে একেবারে ভিন্ন চরিত্রে দেখা যাবে তাকে। ইতিমধ্যে ট্রেলার মুক্তি পেয়েছে ছবিটির। ছবিটির নাম “বালা”।ছবি মুক্তি পাচ্ছে নভেম্বরের ৭ তারিখে। আর তাই এবারও যে অভিনেতার কাছ থেকে ভাল মানের ছবি উপহার পেতে চলেছেন দর্শকরা, তা বলাই বাহুল্য।
Auto Amazon Links: No products found.