Xiaomi-র এবার Diwali With Mi Sale-এ বিভিন্ন প্রোডাক্টে মিলবে বিশেষ ছাড়। আজ অর্থাৎ রবিবার Xiaomi-র এই Diwali With Mi Sale শুরু হয়েছে। আর এই সেল চলবে ১৩ অক্টোবর থেকে ১৭ অক্টোবর পর্যন্ত। এই সেলে বিভিন্ন Xiaomi স্মার্টফোন, স্মার্টটিভি আর অ্যাকসেসারিজের দাম কমেছে এবং আরও সস্তা হয়েছে সব দামের স্মার্টফোন, স্মার্টটিভি, ফিটনেস ব্যান্ড, স্পিকার ও বিভিন্ন অ্যাকসেসারিজ। Xiaomi-র তরফ থেকে ছাড় দেওয়া কয়েকটি স্মার্টফোনের নাম ও প্রাইজ যানা গিয়েছে তা হল Redmi Note 7 Pro 11,999 টাকায় পাওয়া যাবে যার বেস ভেরিয়েন্টে এই ফোনে থাকছে 4GB RAM + 64GB স্টোরেজ। আগে এই ফোনের দাম ছিল 13,999 টাকা।
7,999 টাকায় পাওয়া যাচ্ছে Redmi Y3। 8,999 টাকা থেকে Redmi Note 7S এর দাম শুরু হচ্ছে। এছাড়াও হাই ফিচার্সের স্মার্টফোন গুলির মধ্যে Redmi K20 Pro 24,999 টাকা থেকে এবং Redmi K20 পাওয়া যাচ্ছে 19,999 টাকায়। এমনকি Poco F1 এর দাম শুরু হয়েছে 15,999 টাকা থেকে। এই সেলে সস্তা হয়েছে একাধিক Mi TV মডেল। 20,999 তাকায় পাওয়া যাচ্ছে 43 ইঞ্চি Mi TV 4A Pro স্মার্ট টিভি। চলতি বছরে 22,999 টাকায় এই টিভি লঞ্চ হয়েছিল। 13,999 টাকা থেকে দাম কমে 11,999 টাকা দামে লঞ্চ হয়েছে 32 ইঞ্চি Mi TV 4C Pro। এবং আন্যান্য প্রডাক্টের উপর থাকছে বিষেশ ছাড়। এছাড়া SBI ক্রেডিট কার্ড ব্যবহার করে কেনাকাটা করলে এই সেলে অতিরিক্ত 10 শতাংশ ছাড় পাওয়া যাবে এবং Bajaj Finserv এর মাধ্যমে মিলবে নো-কস্ট ইএমআই।
Best Deals starting from 149
Best Deals on BISS products
Best Deals starting from 129
Cases and Cover starting from 119
Offers on Pet Food
Backpacks and Travel Accessories from Fur Jaden starting Rs. 299
High On Features Low on Price: Smart Watches from Gionee & More