আতসবাজি ও পুষ্পবৃষ্টিতে মহারাজ –বরন


বুধবার,১৬/১০/২০১৯
715

বাংলা এক্সপ্রেস---

নিজস্ব প্রতিবেদনঃ আতসবাজি আর ফুলের তোড়ায় অভিবাদন,সদ্য মনোনীত বোর্ড প্রেসিডেন্টকে সি এ বি রাজকীয় অভ্যার্থনা। শহরে ফিরে আবেগের সুনামিতে ভাসলেন সৌরভ গাঙ্গুলি। কলকাতা বিমানবন্দর থেকে শুরু করে ইডেন—তাঁকে এক ঝলক দেখার জন্য উদ্বেল ক্রিকেটভক্তেরা।

 

এরপর ভক্ত  অনুরাগী , সমর্থকদের ঢল, আতসবাজি, পুষ্পবৃষ্টিতে চলল মহারাজ বরন। এই সময় হাজির ছিলেন বোর্ড আধিকারিক থেকে শুরু করে বন্ধু বান্ধব সকলে।  এদিন কলকাতায় স্বাগত জানানো হল নতুন বোর্ড প্রেসিডেন্টকে।  বহুভক্ত ও ক্রিকেটপ্রেমীরা শুভেচ্ছা জানালেন নতুন বোর্ড প্রেসিডেন্ট সৌরভকে।

 

শচীন তেন্ডুলকর,থেকে শুরু করে  ভিভিএস লক্ষ্মণ ও বীরেন্দ্র সেওয়াগ তাঁকে অভিনন্দন জানিয়েছেন।  এদিন মহারাজ জানান – তাঁর প্রথম কাজ হবে দেশের প্রথম শ্রেণির ক্রিকেট এবং ক্রিকেটারদের আর্থিক ভাবে উন্নতি।পাশাপাশি জরুরি অবস্থা কাটিয়ে ভারতীয় বোর্ডের ভাবমূর্তি ফেরানোও তাঁর চ্যালেঞ্জ বলে মনে করেন মহারাজ।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট