24 অক্টোবর স্ন্যাপড্রাগন 855 এসওসি প্রসেসর সহ Vivo iQOO Neo স্মাটফোন নিয়ে আসছে Vivo সাব-ব্র্যান্ড আইকিউইউ। ভিভো সাব-ব্র্যান্ড আইকিউইউ আইকিউও নিও স্মার্টফোনটির আরও কিছুটা পরির্তন করে 24 ই অক্টোবর চীনে চালু করতে চলেছে। ভিভো আইকিউও এর স্ন্যাপড্রাগন 845 এসসির পুরানো স্মার্টফোনটির থেকে এই নব্য ফোনটি সফল হতে পারে বলে সংস্থা তরফ থেকে জানানো হয়েছে। আর সংস্থার আরও জানানো হয়েছে এই নয়া ফোনের স্পেসিফিকেশন। এই নতুন ফোনটিতে রয়েছে 2340 x 1080 পিক্সেল সহ 6.41 ইঞ্চি ডিসপ্লে, স্ন্যাপড্রাগন 855 এসসি প্রসেসর, পেছনের ক্যামেরা 48 এমপি + 13 এমপি + 2 এমপি 4500 এমএএইচ ব্যাটারি সঙ্গে 33W ফাস্ট-চার্জিং, অ্যাড্রেনো 640 জিপিইউ অপারেটিং সিস্টেম। এছাড়া স্টোরোজে রয়েছে ৪ GB গিগাবাইট RAM এবং 128 GB অভ্যন্তরীণ স্টোরজ ।
24 অক্টোবর স্ন্যাপড্রাগন 855 এসওসি প্রসেসর সহ Vivo iQOO Neo স্মাটফোন নিয়ে আসছে Vivo সাব-ব্র্যান্ড আইকিউইউ
বুধবার,২৩/১০/২০১৯
511