ফাঁস হল Xiaomi MI Mix 4 স্মার্টফোনের ছবি সহ কিছু স্পেসিফিকেশন


বুধবার,২৩/১০/২০১৯
856

ফাঁস হল Xiaomi MI Mix 4 স্মার্টফোনের ছবি সহ কিছু স্পেসিফিকেশন। সম্প্রতি Xiaomi-র MI 9 pro এবং মি মিক্স আলফা স্মার্টফোনগুলি চীনে চালু হয়েছে। সংস্থাটি এর আগে Xiaomi MI Mix 4 চালু করার আশা করেছিল। তবে এটি এমআইএক্স আলফা কনসেপ্ট ফোনটির পরিবর্তে চালু করেছে। এখন এই Xiaomi MI Mix 4 ফোনের এর একটি চিত্র অনলাইনে ফাঁস হয়েছে। সে সাথে সাথে স্পেসিফিকেশনও ফাঁস হয়েছে। যা 24 অক্টোবর লঞ্চ করবে সংস্থা। আর এই Xiaomi MI Mix 4 স্মার্টফোনে থাকতে পারে 2340 x 1080 পিক্সেল সহ 6.39 ইঞ্চি ডিসপ্লে, 108-মেগাপিক্সেল ক্যামেরা ছাড়াও, ফোনটি সম্ভবত 16x মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড লেন্স এবং 12-মেগাপিক্সেল পেরিস্কোপ ক্যামেরার সেটআপ থাকতে পারে এবং সেলফি সেন্সরটির জন্য একটি পপ-আপ ক্যমেরা, স্ন্যাপড্রাগন 855+ প্রসেসরের সাথে 12 জিবি র‌্যাম এবং 1 টিবি স্টোরেজ, 4500 এমএএইচ ব্যাটারি এবং জল্পনা হলেও থকতে পারে 40W ফাস্ট চার্জিং। আর থাকতে পারে অ্যান্ড্রয়েড 9.0 পাই অপারেটিং সিস্টেম।

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট