Motorola এবার বাজারে 75 ইঞ্চি 4K এলইডি স্মার্ট অ্যান্ড্রয়েড টিভি আনছে


বুধবার,২৩/১০/২০১৯
1306

Motorola এবার বাজারে 75 ইঞ্চি 4K এলইডি স্মার্ট অ্যান্ড্রয়েড টিভি আনছে। Motorola গত মাসে ১৩,৯৯৯ টাকা মূল্যে পাঁচটি নতুন স্মার্ট টিভি ভারতে লঞ্চ করেছিল। আর এবার সংস্থা ঘোষনা দিয়েছে যে 1, 19,999 টাকা মূল্যে নতুন 75 ইঞ্চি 4K এলইডি স্মার্ট অ্যান্ড্রয়েড টিভি লঞ্চ করবে। নতুন মোটোরোলা স্মার্ট টিভিতে থাকতে পারে 75 ইঞ্চি 4K আইপিএস এলইডি ডিসপ্লে রয়েছে যার রেজোলিউশন 3840 x 2160 পিক্সেল এবং 60Hz রিফ্রেশ রেট। টিভিটি কোয়াড-কোর কর্টেক্স A53 সিপিইউ দ্বারা 1.0GHz চালিত, একটি মালি 450 কোয়াড-কোর জিপিইউ, 2.5 জিবি র‌্যাম এবং 16 জিবি অনবোর্ড স্টোরেজ থাকতে পারে। এছাড়াও গুগল সহকারী, প্লে স্টোর এবং অ্যানড্রইড অ্যাপ্লিকেশনগুলির মতো হটস্টার, অ্যামাজন প্রাইম ভিডিও, নেটফ্লিক্স এবং অন্যান্য গুগল অ্যাপস সহ অ্যান্ড্রয়েড 9 পাইয়ে অপারেটিং সিস্টেম।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট