নতুন ভেরিয়েন্টে লঞ্চ হল Vivo Y3, কী থাকছে এই নয়া ফোনে? Vivo তার Vivo Y3 স্মার্টফোনটির নতুন ভেরিয়েন্ট চালু করেছে যাতে 4 জিবি র্যাম এবং 64 জিবি অভ্যন্তরীণ স্টোরেজ রয়েছে। তবে ফোনটি এখন Vivo-র চায়না ওয়েবসাইটে 1098 ইউয়ান (আনুমানিক 11,006) টাকায় বিক্রয় হচ্ছে। Vivo Y3 স্পেসিফিকেশনে থাকতে পারে
Android 9.0 Pie অপারেটিং সিস্টেম। Vivo Y3 ফোনে থাকবে একটি 1544 x 720 পিক্সেলের 6.35 ইঞ্চি FHD+ ওয়াটারড্রপ নচ ডিসপ্লে। ফোনের ভিতরে রয়েছে MediaTek P35 চিপসেট প্রসেসর, Vivo Y3 ফোনে রয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা। এই ক্যামেরায় থাকছে একটি 13 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। সাথে থাকছে 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা আর 2 মেগাপিক্সেল সেন্সর। ফোনের সামনে থাকছে একটি 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। Vivo Y3 ফোনের ভিতরে রয়েছে একটি 5,000 mAh ব্যাটারি। সাথে থাকছে ডুয়াল ইঞ্জিন ফাস্ট চার্জ সাপোর্ট। Vivo Y3 এর দাম 4GB RAM + 64GB স্টোরেজের দাম 999 ইউয়ান (প্রায় 10,000 টাকা)। 4GB RAM + 128GB স্টোরেজের দাম 1,498 ইউয়ান (প্রায় 15,200 টাকা)।
Best Deals starting from 149
Best Deals on BISS products
Best Deals starting from 129
Cases and Cover starting from 119
Offers on Pet Food
Backpacks and Travel Accessories from Fur Jaden starting Rs. 299
High On Features Low on Price: Smart Watches from Gionee & More