নিজের মতো বোনকেও ব্যবসায় নামালেন নুসরত ফারিয়া !


বুধবার,২৩/১০/২০১৯
827

বাংলাদেশের একজন পপুলার অভিনেত্রী নুসরত ফারিয়া। আর অন্যজন ইসরাত মারিয়া যিনি কৃতী ডাক্তারির ছাত্রী। কিন্তু এই দুই বোনের মধ্যে কর্মের দিক দিয়ে পাথ্যর্ক থাকলেও মিল রয়েছে একটা জায়গাতে যে দুজনেই ফ্যাশন ও রূপসজ্জা বিষয়টি খুব পছন্দ করেন। আর তাই পছন্দ থেকেই এবার তাঁরা খুলে বসলেন নিজস্ব স্টুডিয়ো। যার নাম মারিয়াস ব্রাইডাল স্টুডিয়ো অ্যান্ড বিউটি কেয়ার। যেখানে দিদিকে সবরকম ভাবেই সাহায্য করছেন মারিয়া। রবিবার সন্ধ্যায় বনানী ১১ নম্বর সড়কের ৩২ নম্বর বাড়ির চতুর্থ তলায় এই ব্রাইডাল স্টুডিও ও বিউটি কেয়ারের উদ্বোধন করেন নুসরত ফারিয়া। সঙ্গে ছিলেন তার বোন মারিয়া। উপস্থিত ছিলেন রূপ বিশেষজ্ঞ ও পারসোনার প্রতিষ্ঠাতা পরিচালক কানিজ আলমাস খান, কণ্ঠশিল্পী কণা, মিসেস ওয়ার্ল্ড বাংলাদেশ অবনী প্রমুখ।

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট